স্পোর্টস ডেস্ক : দেশীয় ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় সাকিব-তামিমদের কথা শুনবেন বোর্ড কর্মকর্তারা।
এরই মধ্যে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সকল ক্রিকেটাররা।
ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দাবি করেন, ক্রিকেটারদের দাবিগুলো ‘অযৌক্তিক’। শুধু তাই না, তার মতে এসব করা হচ্ছে দেশের ক্রিকেটকে ধ্বংস করার উদ্দেশ্যে।
তিনি আরও জানান, ক্রিকেটাদের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছে বিসিবি। এরপরও ক্রিকেটাররা দাবির কথা তাকে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন পাপন। তবে আলোচনার দরজা খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি।
বিসিবি প্রধানের সংবাদ সম্মেলনের পর ক্রিকেটারদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে আজ বিকেল ৫টায় তাদের আলোচনায় বসার আহবান জানানো হয়েছে। সেই আলোচনায় ক্রিকেটারদের সব দাবি নিয়ে সরাসরি কথা বলতে চান বিসিবি কর্তারা। ক্রিকেটাররা সেই আলোচনায় অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।