স্পোর্টস ডেস্ক: গতকাল দলের সঙ্গে ব্রিস্টলে অনুশীলনে এলেও নেটে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব। শুরুতে মনে হয়েছিল তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে জানা গেছে, তাঁর ঊরুতে চোট আছে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাকিব। সেই সেঞ্চুরির পথেই ঊরুতে চোট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তবে দলীয় সূত্রগুলো খুব আশার কথা শোনাতে পারছে না। তারা বলছে, সাকিবের আজ খেলা ও না খেলার সম্ভাবনা সমান সমান।
গতকাল অনুশীলন থেকে দল হোটেলে ফিরে যাওয়ার পর সাকিবকে নিয়ে যাওয়া হয় স্ক্যান করাতে। স্ক্যান রিপোর্টে দেখা গেছে চোট গুরুতর কিছু নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজ সাকিবের খেলা নিশ্চিত নয়, জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ।
গতকাল ম্যানেজার বলেন, ‘গত ম্যাচের পর আমরা অপেক্ষা করছিলাম ওর অবস্থা বুঝতে। আজকে বেশ ব্যথা ও অস্বস্তি অনুভব করায় স্ক্যান করানো হয়েছে। তাতে গ্রেড ওয়ান স্ট্রেইন ধরা পড়েছে। আপাতত খুব গুরুতর কিছু মনে করা হচ্ছে না। কালকে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। তবে সাকিব নিজে কেমন অনুভব করছেন, ঝুঁকি থাকবে কি না— এসব আলোচনা করে কালকে সিদ্ধান্ত নেওয়া হবে খেলা নিয়ে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।