স্পোর্টস ডেস্ক: ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
৮ বছরের ক্যারিয়ারে আইপিএলের মাঠ, উইকেট, বিভিন্ন দলের খেলোয়াড়দের সক্ষমতা সম্পর্কেও বেশ ভালো জানেন সাকিব। সেই অভিজ্ঞতা থেকেই আইপিলের সেরা একাদশ বেছে নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাজানো আইপিএল সেরা একাদশ প্রকাশ করলেন সাকিব আল হাসান। সাকিবের একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলোয়াড়রা।
যে কারণে খেলা ছেড়ে রাজনীতির মাঠে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়া কেকেআরের গৌতম গম্ভীরকে বেছে নিয়েছেন অধিনায়ক হিসাবে।
ওপেনিংয়ে কেকেআরের রবিন উথাপ্পার বিকল্প ভাবছেন না সাকিব। আর নিজেকে রেখেছেন অলরাউন্ডার হিসাবে পাঁচ নম্বরে। দলের ঘূর্ণির জাদু দেখাতে ক্যারিবীয় সুনিল নারিনকেই বেশি পছন্দ সাকিবের।
আর পেস আক্রমণে ভারতের ক্ষুরধার বোলার ভুবনেশ্বর কুমারের হাতেই বল দিতে চান সাকিব। এরপর লক্ষ্মীপতি বালাজি আর উমেশ যাদবকে পছন্দ তার।
আইপিএলে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতিয়েছেন সাকিব। তবে কেকেআরের সঙ্গেই সুখস্মৃতি বেশি তার। ওই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন।
সাকিবের আইপিএল একাদশ: রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।