জুমবাংলা ডেস্ক : কানপুর নয়, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বিদায় দেশের মাটিতেই দেখতে চান মাগুরাবাসী। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তাকে বিদায় দিতে বিসিবির হস্তক্ষেপ আশা করছেন ভক্তরা। কানপুর টেস্টের আগে হঠাৎ-ই সাকিবের অবসরের ঘোষণা। টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন আগেই। এখন টেস্টের শেষটা করতে চান মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে। কিন্তু টাইগার অলরাউন্ডারের সেই চাওয়া পূরণ হওয়া নিয়ে রয়েছে প্রবল শঙ্কা।
মামলা মাথায় নিয়ে দেশে ফেরা কঠিন সাকিবের জন্য। আবার নীতি নির্ধারনী মহলও সেই নিশ্চয়তা নিতে অপারগ। হত্যা, শেয়ারবাজার কেলেঙ্কারিসহ আরও একাধিক মামলায় নাম এসেছে সাকিবের। তবে, এতো কিছুর পরও নিজের জন্মস্থান মাগুরার মানুষকে পাশেই পাচ্ছেন টাইগার পোস্টরাবয়। তাদের চাওয়া, টেস্ট ক্যারিয়ারের শেষটা হোক মিরপুরেই।
সাকিবের বন্ধু মাসুদ রহমান বলেন, ‘আমার মনে হয় বিসিবি যে সিদ্ধান্ত নিচ্ছে তা সঠিক নয়।’ সাকিবের ছোট বেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কি বলেন, ‘সাকিব আল হাসানকে শেষ টেষ্টটি দেশের মাটিতে খেলতে দেওয়া উচিত।’
অনেকের চাওয়া সাকিব তার সিদ্ধান্ত পরিবর্তন করুক। কারণ এখনও দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ায় আছে তাঁর।
আরেক এলাকাবাসী বলেন, ‘সাকিব ভাই অবসার নেবার মত কিছু হয়নি।’ অপর আরেকজন বলেন, ‘খেলোয়ার হিসেবে সাকিবকে আবারো দলে চাই।’
সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বিদায়ের আগ্রহ পূরণ না হলে, সাদা পোষাকে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই ছিল সাকিবের শেষ। এমন বিদায় কোনভাবেই প্রত্যাশিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।