স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ‘পোষ্টারবয়’ বলা হয় সাকিব আল হাসানকে। বৈশ্বিক ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ছিলেন এক নম্বর অলরাউন্ডার। তবে টেস্ট ক্রিকেটে ক্রিকেটে কিছুটা পিছিয়ে পড়ে তিন নম্বরে চলে গেছেন তিনি। তবে সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও সাকিবই বিশ্বসেরা। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঘাড়েই নিশ্বাস ফেলছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত সর্বশেষ অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৩ পয়েন্ট দূরে আছেন ভারতের এই পেস অলরাউন্ডার।
আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২ পয়েন্ট। যেখানে ২৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে ২৫০ পয়েন্ট নিয়ে নবীকে টপকে শুধু সেরা দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া।
শুধু পান্ডিয়াই নন, আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ভারতের আরও দুই ক্রিকেটার এগিয়েছেন। বাঁহাতি মিডিয়াম পেসার আর্শদীপ সিং আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে অবস্থান করছেন। বড় লাফ দিয়েছেন তরুন ওপেনার শুভমান গিলও। উঠে এসেছেন ৩০তম স্থানে।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান যথারীতি এক ও দুই নম্বর স্থান ধরে রেখেছেন। তবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে সরিয়ে তিনে উঠে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম।
টি-টোয়েন্টির বোলারদের মধ্যে প্রথম তিনটি স্থানে কোনো বদল নেই রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ আছেন যথাক্রমে এক দুই ও তিনে।
সাকিব টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষ স্থান ধরে রেখেছেন। এই তালিকায় তিনে রয়েছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের র্যাংকিংয়ে সপ্তম স্থানে রয়েছেন সাকিব। আর মোস্তাফিজুর রহমান নবম ও মিরাজ ১২তম স্থানে আছেন। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে তামিম ইকবাল উঠেছেন ১৫ নম্বরে।
হাত নাড়িয়ে ‘সালামু আলাইকুম বাংলাদেশ’ বললেন রোনালদো, ভিডিও ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।