স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘রোল মডেল’ আখ্যা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। আফগানিস্তানের সঙ্গে ম্যাচের পর তিনি সাকিবের প্রশংসা করে একটি টুইট করেন। সেখানেই সাকিবের প্রতি নিজের মুগ্ধতার বিষয়টি প্রকাশ করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে অর্ধশতক হাঁকানোর পাশাপাশি বল হাতে ২৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন সাকিব।
টুইটারে লক্ষণ লিখেছেন, সাকিবের আরও একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। সে যেভাবে নিজের কাজটি করে তা আমার কাছে দারুণ লাগে। এত কীর্তি গড়ার পরও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার। তার প্রতি শ্রদ্ধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।