বিনোদন ডেস্ক : নির্মিত হচ্ছে ‘লাল বল’ নামের চলচ্চিত্র। যেখানে উঠে আসবে দেশসেরা ক্রিকেটার ‘সাকিব আল হাসান’ হওয়ার স্বপ্নে বিভোর এক তরুণের গল্প! যে গল্প নিয়ে ছবি বানাচ্ছেন মাজহার বাবু। প্রযোজনা করবে সারগাম এন্টারটেইনমেন্ট।
নির্মাতা জানান, ‘লাল বল’-এর শুটিং শুরু হবে আসছে নভেম্বরে। ছবির গল্প নিয়ে নির্মাতার ভাষ্য, গ্রামের একজন ছেলে স্বপ্ন দেখে বড় হয়ে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হবে। তার বেড়ে ওঠা, সংগ্রাম সবকিছু ফুটে উঠবে ‘লাল বল’ চলচ্চিত্রে।
মাজহার বাবু জানালেন, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শৈশবের একটি ছায়া ফুটে উঠবে ‘লাল বল’ ছবিতে।
সেজন্য কিংবদন্তী এই লেখকের জন্ম নেত্রকোনা এলাকায় হবে শুটিং। নির্মাতা মাজহার বাবু বলেন, ‘লাল বল’ ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। এখানে তিনটি গান ব্যবহার করা হবে। থাকবে জাতীয় সংগীতও। জানালেন, স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে।
মাজহার বাবুর ক্যারিয়ার শুরু সরাসরি সিনেমা বানানো দিয়ে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে পড়ার সময় থেকেই চিত্রপরিচালক এ কিউ খোকনের হাত ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর কাজ করেছেন চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো গুণী পরিচালকদের সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।