স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দিয়েই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে চার ইনিংসে করেছেন মোট ৯৬ রান। এর মধ্যে ৭০ রানের ইনিংস রয়েছে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে।
আজ প্রকাশিত সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক উঠেছেন ৩২ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিব যৌথভাবে শীর্ষস্থান ভাগ করেছেন মাহমুদউল্লাহর সঙ্গে।
সাকিব এমনিতেই দেশের সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দেশের বোলারদের মধ্যেও তার পেছনে সবাই। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিবের নিজের অবনতি ঘটেছে। একধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি এ পেসার ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ছিলেন র্যাঙ্কিংয়ে শীর্ষ এক শ জনের বাইরে। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে সেই সাইফউদ্দিন উঠে এসেছেন ৮০ নম্বরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।