স্পোর্টস ডেস্ক: লাতিন ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। এই দলটির অনেক সমর্থক আছেন পুরো পৃথিবী জুড়েই। বাংলাদেশেও সমর্থক কম নয়। এমনকি জাতীয় ক্রিকেট দলে আর্জেন্টিনার সমর্থকদের জন্য কোণঠাসা হয়ে থাকতে হয় ব্রাজিল সমর্থকদেরও। খুব স্বাভাবিকভাবেই তখন ম্যাচ হলে ড্রেসিংরুম, হোটেল রুমে আড্ডার টেবিলে ঝড় উঠে সাকিব-সোহানদের।
কিন্তু বুধবার চট্টগ্রাম টেস্ট শুরুর আগে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বাধার মুখে পড়েছেন তারা। প্রধান কোচ চান, বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচটি যেন বাংলাদেশ দল না দেখে।
বাংলাদেশ দলে আর্জেন্টিনার সাপোর্টারদের আধিক্য অনেক। বিশেষ করে এই দলের সবচেয়ে বড় আর্জেন্টাইন ফ্যান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। আর্জেন্টিনার ম্যাচে সাকিবরা দল বেঁধেই খেলা দেখেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিতেও এমন কিছুই হওয়ার কথা! কিন্তু বুধবার সকাল ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু। ফলে রাত তিনটা পর্যন্ত খেলা দেখে সকাল আটটায় মাঠে এসে টেস্টে খেলতে নামা বেশ কঠিন হবে ক্রিকেটারদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে থাকা বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় সারা রাত জেগে খেলা দেখে বাংলাদেশের ক্রিকেটাররা সকালে মাঠে নামবে, এমনটা কোনওভাবেই চান না রাসেল ডমিঙ্গো।
ক্রিকেটারদের সেমিফাইনাল খেলা দেখা থেকে ‘অলিখিত নিষেধাজ্ঞা’ জারি করেছেন বাংলাদেশের কোচ। মঙ্গলাবর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘তাদেরকে (ক্রিকেটারদের) দ্রুত ঘুমাতে যেতে হবে, খুব সহজ কথা। রাত তিনটায় ফুটবল ম্যাচ দেখে, পরদিন সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলার ভাবনা স্টুপিড হবে। আমি খুবই হতাশ হবো যদি তারা এই কাজটা করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।