সেই সাকিব আল হাসানই আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে ছিলেন উজ্জ্বল। বল হাতে অন্যরা যখন দেদারসে রান দিয়ে গেছেন, তিনি মাত্র ৩ ইকোনোমি রেটে বল করে গেছেন টানা ১০ ওভার। ব্যাট হাতে সবাই যখন সাজঘরে ফিরতে ব্যস্ত, তিনি হাঁকিয়েছেন দ্রুত অর্ধ-শতক।সেই সাকিবই আইপিএলে ম্যাচ খেলছিলেন না বলে ডিপিএল খেলা ক্রিকেটারদের সাথে তুলনা টেনে হাহুতাশ করছিলেন অনেকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন- ম্যাচ খেলার অনভ্যস্ততা বা না খেলার ‘অভ্যস্ততা’ সাকিবের কাছে কোনো বড় বিষয় হয়ে ওঠে না, অন্তত প্রভাব রাখার মত।
মাশরাফি বলেন, ‘সাকিব মেন্টাল গেম খেলে। মানসিকভাবে সে সবসময়ই শক্ত। অনেকদিন ধরে খেলছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। ম্যাচ প্র্যাকটিসের মাঝে ছিল না এসব তার কাছে সমস্যাই না আমার মনে হয়।’
১০ ওভারে ৩০ রানের খরচায় একটি উইকেট। সাকিব বল হাতে মোটেও খারাপ করেননি, বরং একে ফেলা যায় ‘ভালো’র কাতারেই। আয়ারল্যান্ড-উইন্ডিজ ম্যাচেও স্পিনাররা ভালো করেছেন।
মাশরাফি এমন উইকেটকে চ্যালেঞ্জিং ভাবলেও দেখছেন ভালো করার সুযোগ, ‘এই উইকেটে স্পিন চ্যালেঞ্জিং। এসব উইকেটে অবশ্য স্পিনাররা ইদানীং ভালো করছে, কারণ উইকেট স্লো থাকছে। আমরা যেখানে খেলবো সেখানেও স্লো থাকার কথা ছিল। কালও স্লো ছিল। অ্যাশলে নার্সও উইকেট পেয়েছে।’প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অবশ্য হেরেছে বড় ব্যবধানে। তবে এতে হতাশ নন মাশরাফি। তার দাবি, ‘প্র্যাকটিস ম্যাচের কথা চিন্তা করে মাঠে নামার দরকার আছে বলে আমার মনে হয় না। এমন উইকেটে কীভাবে ব্যাট করতে হবে সেই ধারণা ব্যাটসম্যানরা পেয়েছে আমি মনে করি। বোলিংও আপ টু দ্যা মার্ক ছিল না। এগুলো কাল ঠিক করতে হবে।’
ফাইনালে হারার ‘চিরায়ত প্রথা’ ভেঙে বাংলাদেশ কি পারবে এবার প্রথমবারের মত ট্রফি জিততে? এবার কি মোক্ষম সুযোগ নয়? সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরোক্ষভাবে মাশরাফি যেন বলতে চাইলেন- ‘প্রত্যাশার চাপ নিতে রাজি নই।’
‘কোনোকিছুই সহজ না। ঘরের মাঠে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা-বাংলাদেশ খেলাতেও এমন ভেবেছিলাম। সেবারই হয়ত সবচেয়ে ভালো সুযোগ ছিল। এসব ভাবনা চাপ বাড়িয়ে দেয়। ফাইনালে তো আগে উঠতে হবে, এরপর তার চিন্তা। তার আগে চারটা ম্যাচ খেলতে হবে। আমরা চেষ্টা করব কালকের ম্যাচটা খুব গুরুত্ব দিয়ে খেলার। কাল ভালো করলে হয়ত এক ধাপ সামনে এগিয়ে যেতে পারব।’– বলেন মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।