আন্তর্জাতিক ডেস্ক : কর্পোরেট জগতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চাকরির সাক্ষাৎকার বলে ধৈর্য ধরে বিষয়টি সহ্য করেন বেশিরভাগ প্রার্থী। কিন্তু সম্প্রতি ব্যতিক্রমী এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা গেছে, সাক্ষাৎকারের সময় ছিল ২টা ৩০ মিনিটে। কিন্তু ২টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষার পরেও সাক্ষাৎকার নেওয়ার লোক না আসায় বের হয়ে চলে যান চাকরিপ্রার্থী।
সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে মভ ইউনিকর্ন নামে এক ব্যক্তি পোস্টে লেখেন, ‘ঘটনার দিন দুপুর ২টা ৩০ মিনিটে সাক্ষাৎকার দিতে প্রতিষ্ঠান পরিচালকের সঙ্গে আমার সাক্ষাত করার কথা ছিল। নির্ধারিত সময়ে অফিসের সামনের লবিতে আমি অপেক্ষা করছিলাম। একসময় ওই কোম্পানির একজন কর্মচারীর সঙ্গে কথা বলি। তিনি আমাকে জানান, আর এক মিনিটের মধ্যে পরিচালক আসবেন। এরপর আমি আরও ১৫ মিনিট অপেক্ষা করে ২টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসি।’
তিনি লিখেছেন, ওই কোম্পানি সম্পর্কে আমি জানি। অপেক্ষা করার কোন কারণ ছিল না। কোম্পানিগুলো ধৈর্যের পরীক্ষা করে জানতে চায়, প্রার্থী চাকরির জন্য কতটুকু মরিয়া। কারণ তারা কর্মীদের অপব্যবহার করতে চায়।
মভ ইউনিকর্নের পোস্টে একজন মন্তব্যে লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে প্রায় ৩০ মিনিট দেরিতে আমার একটি সাক্ষাৎকার শুরু হয়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে জানানো হয়, কোম্পানিতে একটি সমস্যা চলছে। ফলে আমি অপেক্ষার পরে সাক্ষাৎকার দিই। মূল বিষয় হচ্ছে, কেনো দেরি হচ্ছে সেটা উচিৎ সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া।
আরেকজন মন্তব্যে লিখেছেন, পেশাদারিত্ব আজকাল এলিয়েন ধারণার মতো হয়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।