আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের আকাবা শহরের উপকূলে উন্মোচিত হলো ডুবো সামরিক জাদুঘর। পানির ৯২ ফুট নিচে এর অবস্থান। এটাই পানির নিচে মধ্যপ্রাচ্যের দেশটির প্রথম জাদুঘর।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে কয়েকটি সামরিক বাহন একের পর এক ডোবানো হয়। এর মধ্যে রয়েছে ট্যাংক, সৈন্যদের পিকআপ ও একটি হেলিকপ্টার। রণাঙ্গনে এসব বাহন ব্যবহৃত হয়ে থাকে। ভারত মহাসাগরের অন্তর্গত রেড সি উপসাগরের প্রবালদ্বীপে এগুলো রাখা হয়েছে।
আকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মতে, পানির নিচে সামরিক বাহনের প্রদর্শনীর সুবাদে পর্যটকদের জাদুঘর দেখার নতুন অভিজ্ঞতা হবে। এতে একইসঙ্গে আনন্দ, সামুদ্রিক পরিবেশ ও প্রদর্শনীর সম্মিলন পাওয়া যাবে।
জর্ডানের রয়েল এয়ার ফোর্সের হেলিকপ্টারজর্ডানের রয়েল এয়ার ফোর্সের দান করা একটি সামরিক হেলিকপ্টারটি ডোবানো হয়।
জাদুঘরের একটি ট্যাংকআকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইংরেজি দৈনিক জর্ডান টাইমসকে নিশ্চিত করেছে, সব বাহন ডোবানোর আগে সব বিপজ্জনক উপকরণ সরিয়ে ফেলা হয়েছে।
জরুরি কাজে ব্যবহৃত সামরিক ট্যাংকজাদুঘরে স্নোরকেলার ও স্কুবা ডাইভারদের মতো ডুবুরি পর্যটকরা কাচের মেঝে সমৃদ্ধ নৌযানে ভেসে যেতে পারবেন।
আকাবা শহরের প্রবালদ্বীপরেড সি’র উত্তরভাগের প্রবালদ্বীপ ডুবুরিসহ পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।