ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, মানুষের জীবন তীব্র স্রোতের মত, ঢেউয়ের পর ঢেউ আসে। সাগরের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে আমাদের উচিত সেই স্রোতকে কাজে লাগানো। সেই ঢেউকে কাজে লাগালে জাহাজের মত ভাসা সম্ভব হবে। নয়তো ঢেউয়ের তোড়ে ভেসে যেতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমিরায় স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আয়োজিত শরৎকালীন সেমিস্টার-২০২৫-এর স্নাতক নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং বিওটি সদস্য অধ্যাপক ড. আবু বকর রফীক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাঈনুদ্দীন খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির কোষাধ্যক্ষ ও ওরিয়েন্টেশেন প্রোগ্রাম অর্গনাইজিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান, আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মো. গোলাম মোস্তফা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। পার্থক্য কেবল পরিচালন ব্যবস্থায়। তাই আমাদের উচিত পরস্পরের হাত ধরে এগিয়ে চলা। একাডেমিক জগৎ এখন কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়। এখন থেকে কেউ আর আপনার হয়ে সিদ্ধান্ত নেবে না। আপনার সামনে একাধিক পথ খোলা থাকবে। কোন পথে যাবেন, সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সাগরের সামনে দাঁড়ালে ঢেউ যেমন ডুবিয়ে দিতে পারে, তেমনি সঠিকভাবে কাজে লাগালে সেই ঢেউ-ই জাহাজকে গন্তব্যে পৌঁছে দিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের অঢেল সম্পদ কাজে লাগানোর মত নেতৃত্ব পাওয়া যায়নি। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। আমরা বারবার লজ্জিত হয়েছি। চব্বিশের জুলাই আমাদের আশা জাগিয়েছে, একটি সৎ নেতৃত্ব পাওয়ার। সংবাদ বিজ্ঞপ্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।