নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার দুটি পৃথক বেসরকারি টিভি চ্যানেলের কর্মী থাকা অবস্থায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন। এ হত্যার চার্জশীট ৭ বছরে না হলেও এবা্র সাগর-রুনির ছেলে মেঘ’র অভিভাবকত্ব নিয়ে দুই পরিবারে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে আদালতের দুয়ারে হাজির হয়েছেন দাদী-নানী।
মেঘ’র ইস্যুতে অনেকটাই মুখোমুখি সাগর-রুনির দুই পরিবার। মেঘকে নিয়ে এ দুই পরিবারের চলছে শীতল যুদ্ধ।
আদালত সূত্র বলছে, পারিবারিক আদালতে মেঘের নানী ও দাদী মামলা লড়ছেন অভিভাবকত্ব নিয়ে। তবে পারিবারিক আদালতে যত দ্রুত নিষ্পত্তি হবে দুই পরিবারের মামলা, ততই মেঘের জন্য মঙ্গল হবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ।
এদিকে, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১ অক্টোবর দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।