জুমবাংলা ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফৌজদারি সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফেরত পাঠানোর কুটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই সবাইকে গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে অপরাধীর অপরাধের বিস্তারিত খোঁজ নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, করোনার সময়ে বন্ধু রাষ্ট্রগুলোর এমন আচরণ প্রশ্নবিদ্ধ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারাগারে বন্দি বহু বাংলাদেশি। করোনা সংকটের এই সময়ে, ফৌজদারি মামলায় কারাবন্দি বাংলাদেশিদের ফিরিয়ে দিতে চাইছে বেশ কয়েকটি দেশ। মূলত দেশগুলোর কারাগারে যেন করোনা ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই এই কৌশল নিয়েছে তারা। এরই মধ্যে সৌদির ডিটেনশন সেন্টারে থাকা ২৩৪ জন ফিরেছে দেশে। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, একবারে সব অপরাধীকে পাঠিয়ে দিলেই বাংলাদেশ নেবে না। এ জন্য যাচাই বাছাই করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ওরা অনেকদিন থেকে দন্ডপ্রাপ্তদের ফেরত পাঠানোর জন্যে আমাদের সাথে কথা বলে যাচ্ছে। আমরা বলেছি নেব, তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুসারে তাঁদের আমরা ফিরিয়ে নিব।
তবে করোনার সময় এমন আচরণ মানবিক নয় বলছেন বিশ্লেষকরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই, সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত ছাড়া অন্য কোনো দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি নেই বাংলাদেশের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।