বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ওপেন এআইয়ের তৈরি বিশ্ব কাপানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এবার ‘বার্ড’ চালু করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল।
মঙ্গলবার (২১ মার্চ) গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেন, গুগলের প্রায় ৮০ হাজার কর্মী পরীক্ষা করার পর বার্ড বাজারে অবমুক্ত করা হয়েছে। তবে এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পিচাই আরও বলেন, মানুষ যখন বার্ড ব্যবহার করতে শুরু করবে, তখন এর সক্ষমতা দেখে রীতিমতো চমকে যাবে। আমরা ব্যবহারকারীদের কাছে বার্ড ব্যবহারের পর মতামত আশা করছি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে আমরা এটিকে আরও উন্নত করব।
উল্লেখ্য, বার্ড হলো চ্যাটজিপিটির মতোই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। যেটি মানুষের চাহিদার ভিত্তিতে যেকোনো প্রশ্নের উত্তর, গল্প, কবিতা, বা কোড লিখে দিতে পারে। এর আগে, গত ডিসেম্বরে ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ ভার্সন জিপিটি-৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।