জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার, টাকা, ১০টি মোবাইল ফোনসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তাররা হলো মিয়ানমার মংডুর সোদাপাড়ার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) এবং একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।
বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, টেকনাফ পৌরসভার অলিয়াবাদে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল অলিয়াবাদে সন্দেহভাজন বাড়িটি এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে অভিযান চালায়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চোরাকারবারিদের দুটি ব্যাগসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৫০০ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও সোনার বার, নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, মিয়ানমার মুদ্রা ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াট এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে উল্লেখিত চোরাকারবারিরা জানায়, তারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে স্বর্ণালংকার এবং মাদকদ্রব্য বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করে থাকে।
উদ্ধারকৃত স্বর্ণালংকার ও সোনার বার, টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবির পক্ষ থেকে এ ধরনের কোনো মামলা আমরা পাইনি এবং কোনো আসামি হস্তান্তর করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।