জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বেলাল উদ্দিন (৪৮) উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে খাগরিয়ার তৈয়ার পাড়া বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে বেলালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে তার অনুসারীরা প্রতিপক্ষের বসত ঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে।
নিহত আওয়ামী লীগ নেতা মো. বেলাল উদ্দিনের বড় ছেলে মেহেদী হাসান হিরু জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য লিয়াকত এবং সাবেক ইউপি সদস্য সালামের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। কিছুদিন যাবৎ দুই পক্ষের লোকজন তাদের বিরোধটি মীমাংসা করে দেওয়ার জন্য আমার বাবাকে বলে আসছিল। এরই অংশ হিসেবে মোহাম্মদ খালী আবদুল মোতালেব চেয়ারম্যানের বাড়ি এলাকার দেলোয়ার ফোন করে আমার বাবাকে ডেকে নিয়ে যায়। মূলত তাদের বিরোধ মীমাংসা করার কথা বলায় আমার বাবা সেখানে গিয়েছিল। আর তারা ফাঁদ পেতে আমার বাবাকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য লিয়াকত এবং সালামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বেলাল সালামের অনুসারী ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ জাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।