স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফার্মেসিতে থাকা দেশি-বিদেশি ওষুধসহ সার্জিক্যাল যন্ত্রপাতি ও সামগ্রী পুড়ে গেছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাজ উদ্দীন জানান, পৌরসভার কলেজ রোড এলাকায় একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে দোকান মালিকের দাবি ক্ষতি প্রায় ১ কোটি টাকা। আলম ফার্মেসির মালিক নুরুল আলম জানান, তার ফার্মেসিতে থাকা প্রায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। স্বর্ণের দোকানের গ্যাস থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।