সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে শনিবার ভোর থেকে সাতক্ষীরায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে কখনও মাঝারি ও আবার কখনও ভারি বৃষ্টিপাত হচ্ছে। খবর ইউএনবি’র।

সাতক্ষীরা

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলার স্কুল-কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা- কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

সেই সাথে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে উপকূলীয় এলাকার মানুষদেরকে সরিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে দুর্গত এলাকার মানুষের জন্য নগত টাকা, চাল-ডাল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়ার জন্য জেলা প্রাশসন ও উপজেলা প্রশাসন মনিটরিং ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক আরও জানান, দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৭০টি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। এছাড়াও ১২শ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে।

‘একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে,’ যোগ করেন তিনি।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *