Advertisement
জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরা শহরতলীর বাঁকাল ইসলামপুর এলাকা থেকে শুক্রবার ভোরে মুনসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
নিহত মুনসুর রহমান শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মাদকের মামলা রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, শুক্রবার ভোরে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুনসুর রহমানের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় সেখান থেকে একটি ওয়ান শ্যুটার গানও উদ্ধার করা হয়।
ওসি বলেন, মাদক ব্যবসায়ীদের দুপক্ষের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মুনসুর রহমান নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।