
জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরা জেলার আশাশুনিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সম্ভবত অক্সিজেনের স্বল্পতা বা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার সকালে উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), তার ভাই পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।
জগদীশ সানার ছেলে চন্দন সানা জানান, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোনো সাড়া না পেয়ে জগদীশ সানা ট্যাঙ্কের ভেতরে যান। পরে কারও সাড়া না পাওয়ায় তপন সানা ট্যাঙ্কের ভেতর যান এবং পরে দেখা যায় তিনজনই মুমূর্ষু অবস্থায় রয়েছেন।
তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



