Advertisement
জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। খবর ইউএনবি’র।
আসামি বিজন মন্ডল (৪৭) আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের মনোহর মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ২০১৭ সালের ১০ জুন রাতে স্ত্রী কঙ্কাবতী মন্ডলকে (৪০) মুখে লাঠি দিয়ে আঘাত করেন বিজন। পরে তিনি অজ্ঞান স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে আম গাছে লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালান।
এ ঘটনায় নিহতের বাবা অনিল কৃষ্ণ মন্ডল আশাশুনি থানায় হত্যা মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।