জুমবাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযানে চালিয়েছে র্যাব। অত্যন্ত সতর্কতার সাথে কঠোর গোপনীয়তা বজায় রেখে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) ও শুক্রবার (২২ নভেম্বর) দুই দফায় র্যাব সদস্যরা সাতছড়ির জাতীয় উদ্যানে প্রবেশ করেন। তবে এই অভিযানের উদ্দেশ্য গণমাধ্যমকে জানানো হয় নি। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে সাতছড়িতে অভিযান চালিয়েছিল র্যাব।
পার্কের একাউন্টস অফিসার জসিম উদ্দিন বলেন, সকালে বেশ কয়েকজন র্যাব সদস্যকে পার্কের ট্রেইল দিয়ে বনে প্রবেশ করতে দেখেছি। তবে তারা কী উদ্দেশ্যে বা কোন অবস্থানে গেছেন তা জানি না।
এ বিষয়ে র্যাব-৯ এর শ্রীমঙ্গল কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, এ ব্যাপারে পরবর্তীতে জানানো হবে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ও সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। সূত্র : বিডি২৪লাইভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।