সাতটি পদক জিতলেন মাধবন পুত্র, ছেলের একাধিক ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ
বিনোদন ডেস্ক: অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নেননি অভিনেতা বাবা আর মাধবনের ছেলে বেদান্ত। বরং সাঁতারু হয়ে বাবাকে একাধিকবার গর্বিত করেছেন তিনি। এবার ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ সাতটি পদক জিতে আরও একবার বাবার মুখ উজ্জ্বল করলেন বেদান্ত। পাঁচটি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক জিতেছেন বেদান্ত।
রবিবার (১২ ফেব্রুয়ারি) টুইটারে ছেলের মেডেল সহ ছবি শেয়ার করে নিয়েছেন ‘রকেট্রি’ অভিনেতা নিজেই। এছাড়াও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য মাধবন টুর্নামেন্টে মহারাষ্ট্রের প্রতিনিধিত্বকারী দলকেও অভিনন্দন জানিয়েছেন। দলটি মোট ১৬১টি পদক জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ৫৬টি স্বর্ণ, ৫৫টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জ পদক।
অভিনেতা লিখেছেন, ‘মহারাষ্ট্র টিমকে শুভেচ্ছা ২টি ট্রফির জন্য। একটি ছেলেদের দলের সাঁতারে অসাধারণ পারফরমেন্স, অপরটি হলো গেমসে মহারাষ্ট্র দলের হাতে ‘ওভারঅল চ্যাম্পিয়নশিপ ট্রফি’।’
এর আগে কোপেনহেগেনের দানিশ ওপেনে ৮০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছিলেন বেদান্ত। শুধু তাই নয় ৪৮তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে রেকর্ড ভেঙেছিলেন মাধবন পুত্র। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে একাধিক পদক পেয়েছে সে। পাশাপাশি ২০২৬ সালের অলিম্পিকে ভারতের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে বেদান্ত।
সূত্র: টাইমস নাউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।