নভেম্বরের এক তারিখে শাওমি MIJIA Smart Desktop Dishwater বা বাসন পরিস্কারক ডিভাইস সবার সম্মুখে উন্মোচন করেছে। স্মার্টফোন নির্মাতা কোম্পানি হিসেবে শাওমি পরিচিত হলেও তারা বৈচিত্র্যে ভরা বিভিন্ন টেক ডিভাইস বাজারে আনার মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে।
সর্বপ্রথম চায়নাতে ডিশ ওয়াশার ডিভাইসটি বিক্রি করা শুরু হয়। এই পণ্যের দাম রাখা হয়েছে ২৩২ মার্কিন ডলার। উপমহাদেশে শাওমির তৈরি এ স্মার্ট ডিভাইসটির দাম হবে ১৫ হাজার রুপি ও ২০ হাজার টাকা।
শাওমির স্মার্ট এ স্মার্ট মেশিনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেন ৫ ধরনের বাসন-কোসন যন্ত্রটির সাথে খাপ-খাইয়ে নিতে পারে। ডিভাইসটির গভীরতা ৩৫০ মিলিমিটার এবং প্রস্থে এটি ৫৫০ মিলিমিটার।
এই ডিস ওয়াশার মেশিন এ আপনি নানা ধরনের চামচ ব্যবহার করতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম এর মাধ্যমে ডিভাইসটিক কাজ করে। অপটিক্যাল ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর কাজও ডিভাইসটির মাধ্যমে ব্যবহার করা সম্ভব হবে।
বাসন-কোসন এ কী পরিমাণ ময়লা রয়েছে ডিভাইসটি অটোমেটিক তা শনাক্ত করতে পারে। একজন ব্যক্তি ম্যানুয়ালি যখন বাসন-কোসন পরিষ্কার করে সে যে পরিমাণ পানি খরচ করে তার তুলনায় মেশিনটি ৮৫ শতাংশ কম পানি খরচ করে।
শাওমির মেশিনটি মাত্র ০.৫৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। MIJIA Smart Desktop Dishwasher S1 গরম পানি ব্যবহার করে আলট্রাভায়োলেট প্রযুক্তির সহায়তায় বাসন-কোসনের ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া দূর করে থাকে।
শাওমির স্মার্ট ডিস ওয়াশার মেশিনে সাত ধরনের ওয়াশিং মোড ইন্সটল করা রয়েছে। এ সাতটি মোড হচ্ছে যথাক্রমে স্মার্ট ওয়াশ, স্ট্যান্ডার্ড ওয়াশ, স্ট্রং ওয়াশ, ডিস-ইনফেকশন ওয়াশ, কুইক ওয়াশ এনার্জি ও সেভিং ওয়াশ, ক্লিনিং ওয়াশ এবং সিঙ্গেল ড্রয়িং ওয়াশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।