Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সাত কলেজে আর কোনো পরীক্ষা নয়
    জাতীয় শিক্ষা

    সাত কলেজে আর কোনো পরীক্ষা নয়

    Shamim RezaFebruary 24, 20213 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সাত কলেজে একাধিক বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিলো। সামনে আরো কয়েকটি পরীক্ষা নেওয়ার কথা ছিলো, কিন্তু সেসব এখন আর হবে না।

    ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এগুলোতে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

    সাত কলেজের পরীক্ষার বিষয়ে কি ভাবছে শিক্ষামন্ত্রণালয়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলাদেশ জার্নালকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে সরকার। সংশ্লিষ্টদের কলেজগুলোকে এ তথ্য জানিয়ে দেওয়ার কথা।’

    এদিকে মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে এক সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর এই সাত কলেজের বিষয়ে আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সূত্রে জানা গেছে। সোমবার রাতে সভার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সাত কলেজের সভা শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

    সোমবার বেলা সোয়া দুইটায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

    এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এদিকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ১৭ এপ্রিলের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেওয়া গেলে ১৭ মে থেকে হল খুলে দেওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য পরীক্ষাও পিছিয়ে দেওয়া হবে। হল খোলার দুই সপ্তাহ পর পরীক্ষার বিষয়ে ভাবা হচ্ছে। পাশাপাশি শুরু হবে স্বাভাবিক ক্লাস কার্যক্রম। সবাই সমন্বয় করে এ বিষয়েগুলো দেখবে। কেন্দ্রীয়ভাবে বড় কোনো পরীক্ষা এই মুহূর্তে নেওয়া হবে না। সাত কলেজের বড় পরীক্ষাগুলোর বিষয়েও ১৭ মের পূর্বে পুনঃবিবেচনা করতে হবে।

    ঢাবি শিক্ষার্থীদের দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার যে উদ্যোগ সরকার নিয়েছেন তার ফলে এ ধরনের সময়ে শিক্ষার্থীরা ধৈর্য্য ধরবেন বলে আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস আমার। শিক্ষার্থীরা যখন বুঝতে পারবে তাদের সুরক্ষা দিতে সরকারের এ সিদ্ধান্ত তখন তারা বৈশ্বিক মহামারির কথা ভাববে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় টিকা প্রদানের বিষয়টি দেখবে। তারা এরইমধ্যে বেশ ভালো করেছে।

    প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমিয়ে শিক্ষার মান বাড়াতে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও এখনো সমস্যাগুলো দূর হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজগুলোর বড় সমস্যা হলো ঠিক সময়ে পরীক্ষা না নেওয়া এবং দেরিতে ফল প্রকাশ করা। এই সমস্যা নিরসনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    সারজিস আলম

    ভারতীয় আধিপত্যের বাইরে থাকা দলের সঙ্গে জোট ভাবছে এনসিপি: সারজিস আলম

    October 14, 2025
    মরদেহ উদ্ধার

    বরিশালে নিজ বাসা থেকে ঝালকাঠি জেলা আ’ লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

    October 14, 2025
    ‘সেফ এক্সিট’ মন্তব্যে বিতর্ক

    নাহিদ ইসলামের ‘সেফ এক্সিট’ মন্তব্যে বিতর্ক, উপদেষ্টাদের প্রতিক্রিয়া

    October 14, 2025
    সর্বশেষ খবর
    সারজিস আলম

    ভারতীয় আধিপত্যের বাইরে থাকা দলের সঙ্গে জোট ভাবছে এনসিপি: সারজিস আলম

    মরদেহ উদ্ধার

    বরিশালে নিজ বাসা থেকে ঝালকাঠি জেলা আ’ লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

    ‘সেফ এক্সিট’ মন্তব্যে বিতর্ক

    নাহিদ ইসলামের ‘সেফ এক্সিট’ মন্তব্যে বিতর্ক, উপদেষ্টাদের প্রতিক্রিয়া

    মানববন্ধন

    জাতীয় নির্বাচনে জুলাই সনদের বাস্তবায়ন দাবিতে রাজপথে জামায়াতসহ সাত দলের মানববন্ধন আজ

    সাক্ষাৎ

    এফএও মহাপরিচালক কু ডংইউর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎ

    ভোজ্যতেলের দাম

    দেশে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম, নতুন দাম কার্যকর আজ থেকে

    জিবুতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে জিবুতি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রোমের মেয়রের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে রোমের মেয়রের সাক্ষাৎ

    গ্রামীণফোন

    বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি

    ভূমি মন্ত্রণালয়ে

    মানুষ চায় সরকারি কর্মকর্তারা সৎ হবেন : সিনিয়র সচিব

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.