স্পোর্টস ডেস্ক: টস হেরে ব্যাট করতে নামা দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও জিম্বাবুয়ে ১৩.২ ওভারে আফগানিস্তানের চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু মোহাম্মদ নবী এবং নাজিবুল্লাহ জাদরান দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দিয়েছেন জিম্বাবুয়েকে।
নবী এবং নাজিবুল্লার ঝড়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানিস্তান। দু’জনে শেষ ছয় ওভার চার বলে ১০৭ রান যোগ করে এ বিশাল রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে।
এর মধ্যে মোহাম্মদ নবী এবং নাজিবুল্লাহ জাদরান মিলে সাত বলে পরপর সাতটি ছক্কা মারার রেকর্ড গড়েন। ১৭তম ওভারের শেষ চার বলে চারটি ছক্কা মারেন সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। টেন্ডি সাতারার ওই ওভার থেকে তারা নেন ২৬ রান। এরপর ১৮তম ওভারের প্রথম তিন বলেই স্ট্রাইক পাওয়া নাজিবুল্লাহ জাদরান ছক্কা মারেন। চতুর্থ বলে আবার চার মারেন তিনি। নেভিল মাদজিভার ওই ওভার থেকে ২৫ রান নেয় জিম্বাবুয়ে।
নাজিবুল্লাহ শেষ পর্যন্ত ৩০ বলে পাঁচ চার এবং ছয়টি ছয়ে ৬৯ রান করে অপরাজিত থাকেন। রান তোলেন ২৩০ স্ট্রাইক রেটে। মোহাম্মদ নবী শেষ ওভারের শেষ বলে ১৮ বলে চারটি ছক্কায় ৩০ রান করে আউট হন। টেন্ডি সাতারা এবং শন উইলিয়াম দুটি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।