জুমবাংলা ডেস্ক : দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন। স্বাস্থ্যবিধি মেনেই তাদের এ বনে প্রবেশ করতে হচ্ছে।
রোববার (০১ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভিড় জমে মোংলার পিকনিক কর্নারে। সেখান থেকে বিভিন্ন ধরনের নৌযানে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে।
সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। কারণ করমজলই বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট। করমজলে যাওয়া দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের সহায়তা করছেন বনপ্রহরীরা। করমজল ছাড়া পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরনপয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
গত ১৯ মার্চ করোনার সংক্রমণের কারণে বন্ধ করে দেয়া হয় সুন্দরবনে প্রবেশাধিকার। স্বাস্থ্যবিধি মানাসহ নানা শর্তে রোববার থেকে খুলে দেয়া হয় বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, শর্তসাপেক্ষে সুন্দরবন খুলে দেয়ার পূর্ব ঘোষণার কারণে পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেন। সরকার ঘোষিত করোনা বিধি ও শর্ত মেনে পর্যটকদের বনে ভ্রমণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।