নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আটক হওয়ার পর হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন মো. মনির হোসেন (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মনির হোসেন ওই গ্রামের মো. বুজরত আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মনির রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণের মধ্যেই দুইটি মোটরসাইকেলে চারজন সাদাপোশাকধারী লোক এসে তাঁকে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় মনির চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে বাধা দেন। তখন ওই ব্যক্তিরা পরিচয় দিতে গড়িমসি করেন। একপর্যায়ে স্থানীয়দের চাপে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান এবং মনিরকে লোকজন উদ্ধার করে নিয়ে যায়।
মনিরের মা মনোয়ারা বেগম বলেন, “ছেলেকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছিল। স্থানীয়রা না গেলে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যেত না। পরে পুলিশ এসে বলে, মনির নাকি তাদের হাত থেকে পালিয়েছে।”
মনিরের বোন মিনারা খাতুন জানান, ঘটনার এক ঘণ্টা পর রাতে পুলিশ তাঁদের ভাইয়ের শ্বশুরবাড়ি কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে যায় এবং সেখানে ভাইয়ের শ্যালক ফাহাদ হোসেনকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, “আসামিকে আটক করার পর পালিয়ে গেছে।” তবে তিনি সাদাপোশাকে ছিলেন কি না বা সঙ্গে কতজন পুলিশ সদস্য ছিলেন—এমন প্রশ্নের জবাবে কিছু না বলেই ফোন কেটে দেন। পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “পালিয়ে যাওয়া মনির হোসেনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



