গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে নিজ বাড়ির পুকুর থেকে নেহারুল ব্যাপারী (৪৫) নামে এক কাঠমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার খোর্দ কোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেহারুল ব্যাপারী একই গ্রামের মৃত শয়ন ব্যাপারীর ছেলে।
সাদুল্যপুর থানার ওসি মস্তাফিজুর রহমান জানান, নেহারুল গত রবিবার (২৫ আগস্ট) মাগরিবের নামাজের পর বাড়ি ফিরে আসেন। পরে রাতে তিনি উঠানে পায়চারি করতে বের হন এবং নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। কিন্তু তাঁর কোনও সন্ধান মেলেনি। পরদিন সকালে তাঁর ছোট ছেলে মশিউর রহমান তাঁদের বাড়ির পিছনের পুকুরে মাছ ধরতে গেলে তাঁর বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মস্তাফিজুর রহমান।