জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটি থাকাকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। তবে এ সময় সীমিত আকারে ১৭টি মন্ত্রণালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা উভয় প্রজ্ঞাপনে একটিতে ছুটি বাড়ানোর সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করা হয়েছে। অন্যটিতে সীমিত আকারে যে ১৭টি মন্ত্রণালয় খোলা থাকবে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে জরুরি কার্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য অফিস ও পরিবহনও ছুটির আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে প্রথম দফা জারি করা প্রজ্ঞাপনে ছুটির বিষয়ে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার আগামী ২৬ এপ্রিল হতে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছুটির সাথে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সংযুক্ত থাকবে।
সাধারণ ছুটি চলাকালীন ঢাকাসহ সকল বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে ১৭টি মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরসমূহ সীমিত পরিসরে খোলা রাখা হবে। এগুলো হলো- প্রধানমন্ত্রীর কার্যালয়; মন্ত্রিপরিষদ বিভাগ; কৃষি মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; স্বাস্থ্য সেবা বিভাগ; স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; জননিরাপত্তা বিভাগ; সুরক্ষা সেবা বিভাগ; তথ্য মন্ত্রণালয়; স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়।
এ সময় অন্যসকল সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ আবিশ্যকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



