স্পোর্টস ডেস্ক : চলতি বছরে আইপিএলের সময় ভালো যাচ্ছে না কিংস ইলেভেন পাঞ্জাবের! জয়ের জন্য ২০২ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলে ইনিংসের শুরুটা যে রকম হওয়া দরকার, কোনোভাবেই সেরকম দাপুটে ব্যাটিং করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে আইপিএলে ২০২০-র আরও একটা ম্যাচে কার্যত আত্মসমর্পণ করতে হয় লোকেশ রাহুলদের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে কিংস ইলেভেন হার মানে ৬৯ রানের বিশাল ব্যবধানে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৬.৫ ওভারে অল-আউট হয়ে যায় ১৩২ রানে।
ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখায় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে তারা একসময় ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬০ রান তুলে ফেলে। শেষমেশ ডেভিড ওয়ার্নার আউট হন ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫২ রান করে। জনি বেয়ারস্টোকে ফিরতে হয় ব্যক্তিগত শতরানে দোরগোড়া থেকে। ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৯৭ রান করে আউট হন তিনি। এছাড়া কেন উইলিয়ামসন ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। রবি বিষ্ণুই ২৯ রানে ৩ উইকেট নেন। অর্শদীপ দখল করেন ৩৩ রানে ২টি উইকেট।
পাঞ্জাবের হয়ে পুরান ৭৭ রানের ইনিংস খেলে আউট হন। ৩৭ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে দু’অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল লোকেশ রাহুল (১১) ও সিমরন সিং (১১)। রশিদ খান ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। খলিল আহমেদ ও টি নটরাজন দখল করেন ২টি করে উইকেট। ১টি উইকেট অভিষেক শর্মার। ম্যাচের সেরা হয়েছেন বেয়ারস্টো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।