Advertisement
চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ডও গড়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে দল হারলেও ইতিহাসে নাম লেখিয়েছেন সাকিব।
বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রান ও ১০ উইকেট শিকার কৃতিত্ব অর্জন করেছেন সাকিব। সাকিবের এমন অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের প্রশংসা করে তারা লিখেছে, ‘বিশ্বকাপের এক আসরে ৫০০ প্লাস রান এবং ১০ প্লাস উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার! বিশ্বসেরা অলরাউন্ডার এবং ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হিরো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।