বিনোদন ডেস্ক : ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন। এখন পুরোপুরি বলিপাড়ারই বাসিন্দা হয়ে গিয়েছেন তিনি। কোন ভয় ছাড়াই গাছে উঠে
গেলেন লিওন। কী কথাটা শুনে চমকে গেলেন নাকি? ঘটনাটা কিন্তু ঠিক এমনটাই ঘটেছে। শুধু যে ঘটেছে এমনই নয়, নিজের গাছে ওঠার ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, সানির গাছে ওঠা দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা এক বন্ধু প্রশ্ন করেন, কী করছো? সানি অবলীলায় উত্তর দিলেন, গাছে উঠছি।
গাছে উঠে যাওয়ার পর ডালে হেলান দিয়ে সানি বলেন, এখানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। খুব স্বাভাবিকভাবেই সানির পোস্ট করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সানি তার নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে নানান রকম ভিডিও, ছবি পোস্ট করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।