প্রতিদ্বন্দ্বী প্যানেলে মৌসুমীর নির্বাচনের ব্যাখ্যা দিলেন সানী

মৌসুমীর নির্বাচন

বিনোদন ডেস্ক : প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী এবারও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে তিনি কার্যনিবার্হী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন। কেন প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচন করছেন মৌসুমী? এর কারণ জানিয়েছেন ওমর সানী।

মৌসুমীর নির্বাচন

গতকাল রাতে বাসায় সংবাদ সম্মেলন করে এর কারণ জানান এই চিত্রনায়ক। সানী বলেন, ‘মৌসুমীর কখনও নির্বাচন করার ইচ্ছা ছিল না। কিন্তু চলচ্চিত্রের মানুষ হিসেবে তার কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব এবং সে সময় অনেকের অনুরোধে নির্বাচন করেছিলেন মৌসুমী।

সেবার মৌসুমী বিজয়ী হতে পারেননি। এরপর আমি আর মৌসুমী একটি সিনেমা করলাম- ‘সোনার চর’। আমরা যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই, তখন জায়েদ খানের অভিনয় করার কথা ছিল না। সে পরে সিনেমাটিতে যুক্ত হয়। এই সিনেমার শুটিংয়ে আমাদের দূরত্বটা ঘুঁচে যায়। তাকে আমরা বুঝতে পারি।’

আমার অদৃশ্য হাত আছে আইভীর মাথার ওপর : তৈমূর

সানী আরও বলেন, ‘তাছাড়া মৌসুমী গণমাধ্যমে বলেছে, ক রো না র মধ্যে মিশা-জায়েদের যে কাজ- সেটি প্রশংসার যোগ্য। সেগুলো বিচার করেই মৌসুমী তাদের সঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।’

সংবাদ সম্মেলনে কিছু কথা স্মৃতিচারণ করে সানী বলেন, ‘২০১৯-২১ মেয়াদে ফেরদৌস, রিয়াজ, সাইমন, পপিদের নিয়েই মৌসুমীর প্যানেল হওয়ার কথা ছিল। কিন্তু তারা পরে সবাই যার যার মতো করে চলে গেছে।

ফেরদৌস বাসায় এসে মৌসুমীকে নির্বাচন করার অনুরোধ করে। প্রথমে মৌসুমী ও আমি রাজি হইনি। পরে ওদের অনুরোধে রাজি হলাম। এরপর বেশ কয়েক দফা আমার বাসায় এসে ওরা মিটিং করেছিল। কিন্তু দেখা গেল শেষ পযর্ন্ত সবাই আমাদের রেখে চলে গেছে। এবার কিন্তু তারা কেউ মৌসুমীর সঙ্গে কথা বলতে আসেনি।’

নারীর ১১ লাখ টাকা খোয়ালেন অনলাইনে পিৎজা অর্ডার করে

শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে আরও নানা বিষয় যেমন- এফডিসিতে বহিরাগতদের আনাগোনা, জিততে পারলে প্রার্থীদের সিনেমা নির্মাণের প্রতিশ্রুতি, জিততে পারলে প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসবেন বলে জানিয়েছেন নিপুণ- এসব কথার সমালোচনা করেন ওমর সানী।