সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
আজ (৩০ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫০ কেজি করে চাল ও বস্ত্র সহায়তা হিসেবে ২টি করে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলদিয়াঘাট এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে যা আশেপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্ত হয় ওই গ্রামের এন্তাজুল, আকতারুল, জাকারিয়া, আজাহার আলী ও জিয়াউর রহমানের পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।