আন্তর্জাতিক ডেস্ক :প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে সুখ-দুঃখের কথা বলছিলেন স্ত্রী। সে সময় অন্যমনস্ক হয়ে একজোড়া সাপের উপর বসে পড়লেন। সাপটি মুহূর্তেই তাকে ছোবল দেয়।
বুধবার ভারতের উত্তর প্রদেশের গোরখপুরের রিয়াও গ্রামে এমনই এক ঘটনা ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, থাইল্যান্ড প্রবাসী স্বামী জয় সিংয়ের সঙ্গে বাসায় মোবাইলে কথা বলছিলেন গীতা। সে সময় একজোড়া সাপ বিছানায় আশ্রয় নিয়েছিল। কথা বলতে বলতে গীতা ঘরে ঢুকে অলক্ষ্যে সাপ দুটির উপর বসে পড়েন। সঙ্গে সঙ্গেই একটি সাপ তাকে কামড়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান।
Advertisement
পরে পরিবারের অন্যান্য সদস্যরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় গীতার মৃত্যু হয়। তাকে বাড়িতে নিয়ে গেলে তখনও সাপ দুটি ঘরেই অবস্থান করছিল। সে সময় সাপ দুটিকে মেরে ফেলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


