সাপ আতঙ্কে ববির শেখ হাসিনা হলে দুই শিক্ষার্থী অজ্ঞান

জুমবাংলা ডেস্ক : আবাসিক হলের ভিতরে সাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দুই শিক্ষার্থী। শনিবার দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নং কক্ষে একটি সাপ প্রবেশ করে। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের পাশ দিয়ে চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি৷ সাপের এমন উপস্থিতিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে৷

পরে জানা যায় সাপটি গুই সাপ৷ মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে, পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায়৷ সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী৷

পরবর্তীতে তৎক্ষণাত তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়৷ চিকিৎসকদের দুইঘন্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে হলে নিয়ে আসা হয়৷ একজন সুস্থ হলেও অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক৷

হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ(কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায়৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি৷

শিক্ষার্থীরা আরও জানান, গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার বাথরুমে প্রবেশ করে, তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷ তারপরও নিশ্চুপ হল প্রশাসন৷ শিক্ষার্থীদের অভিযোগ হলের পাশে অনেক ঝোপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷

এরআগে গত ১৭ই জানুয়ারী শেখ হাসিনা হলের নিচ তলায় চোর প্রবেশ করে বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়৷

৬৭ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আবুল কালাম