জুমবাংলা ডেস্ক : সম্প্রতি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘চক্র’। ২০০৭ সালে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ২০ পর্বের সিরিজটি নির্মাণ করেন ভিকি জাহেদ। মুক্তির পর একের পর এক ‘আজব’ প্রতিক্রিয়া পাচ্ছেন সংশ্লিষ্টরা!
সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র’ দেখে শত শত দর্শক নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন! নির্মাতা, কলাকুশলী এবং আইস্ক্রিনের ফেসবুক পেজে বলছেন সিরিজটি দেখে আজব সব ঘটনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা!
হরর ঘরানার কাজটি দেখে কারো গা ছমছমে অনুভূতি হচ্ছে, কেউ বা আবার রাত ঘুমে দেখছেন দুঃস্বপ্ন! অসংখ্য দর্শক বলছেন, চক্র দেখতে বসলেই ঘটছে আজব সব ঘটনা! যেসব আবার তারা ইনবক্স কিংবা নির্মাতার পোস্টে এসে মন্তব্য করে জানাচ্ছেনও!
যেসব আবার শেয়ার করেছেন নির্মাতা নিজেও। অন্তত দুটি ঘটনা শেয়ার করে ভিকি লিখেছেন, চক্র’র জন্য সত্যিই অদ্ভুত সব প্রতিক্রিয়া পাচ্ছি। এসব কী হচ্ছে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে আমরা আমাদের রহস্যময় মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানি।
শুধু দর্শক নয়, ‘চক্র’র শুটিং করতে গিয়ে নিজেরাও ‘আজব’ সব ঘটনার মুখোমুখি হয়েছেন বলে আগেই জানিয়েছেন ভিকিসহ সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ ও ফারিণ।
চক্র নিয়ে ভিকি বলেন, ২০২১ সালে পরিকল্পিত এই কাজ অনেক চড়াই উৎরাইয়ের পর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজটা চ্যানেল আইয়ের জন্য টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এর স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য এখন এটা আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
‘চক্র’র মোট পর্ব সংখ্যা ২০, প্রথম ৫ পর্ব ফ্রিতে দেখা যাচ্ছে বলেও জানান ভিকি। তৌসিফ ও ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।