বিনোদন ডেস্ক : বলিউডের গায়িকা-অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেম করছেন হৃতিক রোশান এমন গুঞ্জন চাউর হয়েছে অনেকদিন। দুজনের কেউই তাদের প্রেমের কথা স্বীকার না করলেও নিয়মিতই তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এমন কী হৃতিকের পারিবারিক অনুষ্ঠানেও হজির হন সাবা। সামাজিক যোগামাধ্যমে তো একজন আরেকজন সম্পর্কে নিয়মিতই মন্তব্য করেন।
করলেন এবারও। উপলক্ষ সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘গুপী গায়েন বাঘা বাইন’-এর গান! হৃতিক-সবার মধ্যে আবার সত্যজিৎ?
সোমবার সন্ধ্যায় ‘গুপী গায়েন বাঘা বাইন’-এর অসাধারণ গানগুলোর একটি ‘মহারাজা! তোমারে সালাম’ গান গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন সাবা। সেখানেই মন্তব্য করেন হৃতিক।
পোস্টে সাবা লিখেছেন, ‘অসুস্থ হয়ে বাড়িতে আছি, গাওয়া ছাড়া তেমন কিছু করার নেই। যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমাকে গ্রেট সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ক্যাসেট কিনে দিয়েছিলেন, একটা চলচ্চিত্র ইৎসবে ছবিটা দেখার পরপরই। বাংলার কিছুই বুঝতাম না কিন্তু এটা দ্রুতই আমার সবচেয়ে পছন্দের অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামের প্রতিটি গানের কথা মুখস্থ হয়ে যায়। গানের ক্ষেত্রে এটাই হয় ভাষা কোনো বাধা হয় না। ‘
অনেক আগে শুনলেও গানের কথা এখনো মনে আছে বলেও জানান সাবা, ‘অনেকদিন পর এক অলস বিকেলে বন্ধুদের সঙ্গে গাইছিলাম দেখলাম এখনো প্রতিটি শব্দ মনে আছে। এটা আমার মাথায় গেঁধে গেছে। ‘ গানে উচ্চারণ ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
কথিত প্রেমিকার গান শুনে মুগ্ধ হৃতিক মন্তব্য করেছেন, ‘তুমি অসাধারণ একজন মানুষ। ‘ উত্তরে সাবা লেখেন, ‘তুমিও মহৎহৃদয় একজন। ‘ এছাড়া বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা সাবার মুখে বাংলা গান শুনে লিখেছেন, ‘আমার প্রিয়গানগুলোর একটি, তোমার উচ্চারণও দারুণ।’ ২০০৮ সালে ‘দিল কাবাড্ডি’ দিয়ে বলিউডে অভিষেক সাবার। সবশেষ এ বছর মুক্তি পাওয়া সনি লিভের সিরিজ ‘রকেট বয়েজ’-এ দেখা যায় তাকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel