নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি হবিগঞ্জ জেলার রাজনীতিবিদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে নিয়ে ভুল সংবাদ সম্প্রচার করার পর দুঃখ প্রকাশ করেছে চ্যানেল ২৪।
গত ৮ এপ্রিল চ্যানেল ২৪-এর এক সংবাদে ভুলবশত বলা হয়, ঢাকার আদাবর থানা পুলিশ রেজওয়ানা চৌধুরী নামে এক প্রতারককে গ্রেপ্তার করে। রেজওয়ানা চৌধুরী সাবেক এমপি কেয়া চৌধুরীর মেয়ে। এসময় সংবাদটিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর একটি ছবিও প্রকাশ কর হয়।
কিন্তু হবিগঞ্জের সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সাথে মুলতঃ উক্ত ঘটনার কোনো যোগসূত্র নেই। তাঁর ১৭ বছরের একমাত্র মেয়ের নাম সোহাইলা ইসরা শুকরিয়া ভারতের কালিম্পংয়ের একটি স্কুলে পড়াশুনা করে। আর আদাবরে আমাতুল কিবরিয়ার কোনো বাড়ি নেই।
তথ্যগত এই বিভ্রান্তির জন্য সংবাদটি সরিয়ে নেয় চ্যানেল ২৪। পরে এ বিষয়ে সংশোধনী দিয়ে তারা একটি সংবাদও প্রকাশ করে। সংবাদে উল্লেখিত কেয়া চৌধুরী জাতীয় পার্টির সাবেক নেত্রী। তিনি কখনও সংসদ সদস্য ছিলেন না।
সংবাদ সংশোধনীর লিংক
https://www.facebook.com/watch/?extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=706818187119146
এ বিষয়ে সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জুমবাংলাকে বলেন, ‘চ্যানেল ২৪-এর মতো একটি দায়িত্বশীল গণমাধ্যম সত্যতা যাচাই না করে এভাবে সংবাদ প্রকাশের বিষয়টি অনাকাংখিত।’
তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক মহল মিথ্যা এই তথ্যের সুযোগ নিয়ে আমার রাজনৈতিক ইমেজকে খাটো করার চেষ্টা করছে। এমন পরিস্থিতি আসলে নারী রাজনীতিবিদ এবং তাদের পরিবারের জন্য একটি অশনি সংকেত।’
উল্লেখ্য, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর বাবা কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন ভাষা সৈনিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের একজন সদস্য। দেশের ও জাতির প্রতি অবদান স্বরুপ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা কৃষি পদক -১৯৭৫ ও স্বাধীনতা পদক – ২০১৫ এ ভূষিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।