জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাউজান জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করেছেন বিএনপি।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে’ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
এই খবর ছড়িয়ে পড়ার পর রাউজান উপজেলায় পাহাড়তলি, বাগোয়ান, কদলপুর, জলিল নগর, গহিরা, হলদিয়া ইউনিয়নসহ প্রায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মিষ্টি, বিজয় মিছিল ও উল্লাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল তিনটায় পাহাড়তলি চৌহমুনিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোজাহের আলমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল পাহাড়তলি চৌমুহনী বাজার হতে বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনী হয়ে উত্তরে গশ্চি বাজারে গিয়ে শেষ হয়।
এই সময় বিএনপির নেতা আব্দুল মান্নান, আবু জাফর, ছাত্রনেতা জাহেদুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, মো. সাদ্দামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
একই সময় বাগোয়ান ইউনিয়নে গশ্চি অতিথি কমিউনিটি সেন্টার হতে একটি বিশাল মিছিল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্ব বের হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গশ্চি বাজার প্রদক্ষিণ করেন।
এসময় বিএনপি নেতা মোজাহের আলম, যুবদল নেতা মো. সেলিম, এম. ইয়াকুব আলী, মো.কামাল উদ্দিন, মোহাম্মদ মুরাদ, ইলিয়াস তালুকদারসহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কদলপুর ইউনিয়নে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলুর নেতৃত্ব আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এই বক্তব্য এবিএম ফজলে করিম চৌধুরীকে নব্য ফেরাউন ও খুনি আখ্যা দিয়ে তার ফাঁসি দাবী করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসন থেকে টানা পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।
জাতীয় প্রেসক্লাবে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন, নেট দুনিয়ায় চলছে সমালোচনার ঝড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।