জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সহিদ সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর আদালত চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মৃদুলের এক সময়কার ঠিকাদারি ব্যবসায়ী অংশীদার দেবাশীষ বাগচীর করা একটি চেক ডিজঅনার মামলায় তিনি আদালতে হাজিরা দিতে গেলে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই কর্মীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ওসি মেজবাহ উদ্দিন।
তিনি জানান, এরপর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel