জুমবাংলা ডেস্ক : ডামি নির্বাচনের কারিগর, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ (১ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ বছরের ৭ জানুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন জাহাঙ্গীর আলম।
তিনি ২০২২ সালের ২৭ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।