জুমবাংলা ডেস্ক : সাবেক মন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমানসহ গ্রেপ্তার হওয়া সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, এক বিচারপতি ও এক সচিবসহ ২০ জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে রোববার (২৭ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বিষয়টি জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি জানান, আগামী ১৮ নভেম্বর আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিস্তারিত আসছে…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।