নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের হাসিনা বেগম নামে অগ্নিদগ্ধ সেই গৃহবধূ আজ শুক্রবার (৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওই গৃহবধূ শরীরের ৯০ শতাংশ আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
শুক্রবার ভোরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. রিজাউল হক।
ডা. রিজাউল হক জানান, বৃহস্পতিবার শরীরের ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে ভর্তি হন হাসিনা বেগম। পরে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হাসিনা বেগম সাভারের কর্ণপাড়া এলাকার স্বামী নুরুল ইসলামের স্ত্রী। তিনি মানিকগঞ্জ জেলার আব্দুল জলিলের মেয়ে।
দগ্ধ হাসিনার মা রাফেজা খাতুন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে কর্ণপাড়া এলাকায় শ্বশুর বাড়ির তিন তলা বাড়ির নিচ তলায় নিজের শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হন তার মেয়ে হাসিনা। পরে বাড়ির ভাড়াটিয়ারা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেছিল।
তিনি বলেন, অনেক আগে থেকে তার মেয়ে স্বামী নুরুল ইসলামের নির্যাতনের স্বীকার। এর আগেও নুরুলের বিরুদ্ধে মামলা করেছিল তার মেয়ে। তার মেয়ে দগ্ধের এক মাস আগে সেই মামলায় তার প্যারালাইজড স্বামী নুরুল ইসলাম মাস হাজতবাস করেছিল।
এ ব্যাপারে সাভার থানার ওসি এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী নুরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।