জুমবাংলা ডেস্ক : সাভার পৌরসভার গেন্ডা এলাকায় গরুর পচা কলিজা বিক্রির অভিযোগে বুধবার এক ব্যবসায়ীকে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মজনু মোল্লা (৩৬) কুষ্টিয়া জোর দৌলতপুর থানার আল্লারদরগা এলাকার কামাল মোল্লার ছেলে। তিনি সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় ভাড়া থেকে মাংস বিক্রির ব্যবসা করতেন।
সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ সাজা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, দুপুরে ওই এলাকার লোকমানের দোকানে ভোক্তারা মাংস ক্রয় করতে গেলে দেখেন মজনু খাওয়ার অনুপযোগী বরফ দেয়া কলিজা বিক্রি করছেন। পরে তারা পুলিশের সহযোগিতায় তাকে পচা কলিজাসহ আটক করে নিয়ে আসলে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ওই ব্যবসায়ী মাংস বিক্রয় নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ১৭ ধারা ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।