জুমবাংলা ডেস্ক: সাভারে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র আকাশের (১৮) লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে আরও দুই ছাত্র। খবর ইউএনবি’র।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সকাল সোয়া ১১টার দিকে নামা গেন্ডারিয়া এলাকা থেকে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আকাশের লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এখনও নিখোঁজ রয়েছে ওই কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭) ও রাজন (১৭)। তাদের উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, শনিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসল করতে নামে। একে একে সবাই সাঁতরে তীরে উঠলেও ওই তিন ছাত্র নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা নদীতে তল্লাশি চালায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।