Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ, ৭৯ পোশাক কারখানা ছুটি
    জাতীয়

    সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ, ৭৯ পোশাক কারখানা ছুটি

    Soumo SakibSeptember 9, 20247 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : নানামুখী উদ্যোগেও সাভার ও আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। এ পরিস্থিতিতে আজ সোমবার ওই এলাকার ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সমকালের করা প্রতিবেদন তুলে ধরা হলো-

    শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গতকাল সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। ফলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়। আজ সোমবার বেশকিছু এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

    তিনি আরও বলেন, গতকাল কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। ফলে ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

    এর আগে গতকাল রোববার আশুলিয়ায় আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের অনেকে মুখোশ পরিহিত ছিল। দুপুরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার আলিফ ভিলেজ লিমিটেডের আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড, লাম মিম অ্যাপারেলস লিমিটেড ও লাম মিম অ্যাসোসিয়েটস লিমিটেডে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া গতকাল সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলীতে ইউফোরিয়া নামে একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেন। কারখানার কয়েকজন কর্মীকে তারা মারধর করেন। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার পর র‍্যাবের একটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল চন্দ্র।

       

    শ্রমিক অসন্তোষ নিরসনে গত কয়েক দিন নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও হয় সমন্বয় সভা। পুরো আশুলিয়ায় নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর পরও আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থামানো যাচ্ছে না।

    অন্যান্য দিনের মতো গতকালও সকালে বেশ কয়েকটি কারখানায় যোগ দিয়ে এক পর্যায়ে কাজ করতে অস্বীকৃতি জানান শ্রমিকরা। কারখানার ভেতর তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শ্রমিক নেতারা বলছেন, অন্যায্য আন্দোলনের সঙ্গে জড়িতরা শ্রমিক নয়। কারা আন্দোলন করছে, তাদের খুঁজে বের করা দরকার। মালিকপক্ষ বলছে, যৌথ বাহিনীর বারবার আশ্বাস দিলেও পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় তাদের মধ্যে হতাশা রয়েছে।

    পোশাক কারখানায় নারী শ্রমিকের চেয়ে পুরুষ বেশি নিয়োগ দিতে হবে– প্রধান এ দাবিসহ আরও কিছু দাবি নিয়ে ১০ দিন ধরে অসন্তোষ চলছে শিল্পাঞ্চলে। পোশাক কারখানায় পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। তবে গত কয়েক বছরে নারী শ্রমিকের হার অনেক কমেছে। গবেষণা সংস্থা ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) পরিসংখ্যান বলছে, পোশাক খাতে নারী শ্রমিকের হার এখন ৫৭ শতাংশে নেমে এসেছে। একসময় এ হার প্রায় ৮০ শতাংশ ছিল।

    যৌথ বাহিনী বারবার আশ্বাস দিলেও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না– জানতে চাইলে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল সমকালকে বলেন, সমন্বয়ে বড় ঘাটতি রয়েছে। স্থানীয় প্রশাসন বলতে এখন কিছুই নেই। আগে এ ধরনের পরিস্থিতিতে পুলিশ ও শিল্প পুলিশকে কখনও আইনি, কখনও কৌশলগত ব্যবস্থা নিতে দেখা গেছে। এখন সেটা একেবারেই নেই। শ্রমিক নেতাদের কথা শুনছে না আন্দোলনকারীরা। রাজনৈতিক বৈরিতাও তৈরি হয়েছে। মোটামুটি এসব কারণেই পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি।

    শ্রমিক নেতাদের মধ্যে বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে পোশাক খাতে মজুরি ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যুতে আন্দোলন হয়নি। এখন মজুরির বাইরে নানা ইস্যু নিয়ে আন্দোলন প্রমাণ করে, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আবার কোনো কোনো কারখানায় কিছু কিছু সমস্যা রয়েছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। তাঁর মতে, গত সাড়ে ১৫ বছর একপক্ষ কারখানা থেকে ঝুট, কাটপিস, স্টকলটসহ নানা দিক থেকে সুবিধা ভোগ করেছে। এখন নতুন পক্ষ তৈরি হয়েছে। দু’পক্ষের স্বার্থের দ্বন্দ্বেও শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এসব চলছে শ্রমিক আন্দোলনের নামে। এদিকে সরকার পতনের পর পোশাক কারখানা এলাকার যে সন্ত্রাসীরা এলাকাছাড়া হয়েছিল, তাদের অনেকে আবার ফিরে এসেছে।

    আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের আশুলিয়া জোনের ম্যানেজার এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স মো. রেফাই সিদ্দিক বলেন, রোববার সকাল থেকেই তাদের তিনটি তৈরি পোশাক কারখানায় ১৫ শতাধিক শ্রমিক কাজে যোগ দেন। পরে সকাল ১০টার দিকে ২০০ থেকে ৩০০ লোক মুখে মাস্ক পরে লাঠিসোটা নিয়ে হঠাৎ তাদের তিন কারখানায় একযোগে হামলা করে। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা কারখানাগুলোর মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার গ্লাস, ডিজিটাল মেশিন, কম্পিউটার, ফায়ার কন্ট্রোল প্যানেল, বিদ্যুতের সাব-স্টেশন, মেডিকেল সরঞ্জাম, সিসি টিভি, এয়ার কন্ডিশনার, বাগানসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। এ সময় ভাঙচুরে বাধা দেওয়ায় কারখানার নিরাপত্তাকর্মীসহ ২০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে কারখানা থেকে মূল্যবান পোশাক, ল্যাপটপ, মোটরসাইকেল ও মেশিনপত্র লুটপাট করে পালিয়ে যায়। কয়েক ঘণ্টার হামলা, ভাঙচুর ও লুটপাটে কারখানার মালিক, শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার যে ডিজিটাল মেশিন দিয়ে এমব্রয়ডারি ও প্রিন্ট করা হয়, সেই মেশিনগুলো ভেঙে ফেলায় উৎপাদন বন্ধ হয়ে গেছে কারখানা তিনটির। কারখানার উৎপাদন চালু করতে মেশিনগুলো আনতে ছয় থেকে আট মাস লাগবে বলে জানিয়েছেন তিনি।

    কারখানায় হামলা-ভাঙচুরে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিন কারখানায় এমন হামলার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেননি।
    এ ব্যাপারে আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার হোসেন রানা জানান, তিনি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন।

    আশুলিয়ায় ৩০ কারখানা ছুটি
    গতকাল সকাল ৮টায় আশুলিয়ার জিরাবো, কাঠগড়া, নরসিংহপুর, নিশ্চিতপুরসহ কয়েকটি এলাকায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে সকাল ১০টার দিকে ন্যাপটাল, কনটিনেন্টাল, ইয়াগি বাংলাদেশ, নিউ এইজসহ বেশ কিছু পোশাক কারখানায় শ্রমিকরা হঠাৎ কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে। এতে কারখানার ভেতরে উত্তেজনা বাড়লে পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। দুপুরের পর আল মুসলিম গার্মেন্ট ও জেনারেশন নেক্সট পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য কারখানার শ্রমিকরাও কর্মবিরতিতে যান। শেষ পর্যন্ত আশুলিয়ার ৩০টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

    শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। তবে মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্য পোশাক কারখানায় মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

    কারখানার সামনে শ্রমিকের নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। এ ছাড়া নবীনগর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় নাসা গ্রুপের সব পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গ্রুপটির নির্বাহী পরিচালক খন্দকার উল হক বলেন, বেশ কিছুদিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করছেন। তবে আমরা শ্রমিকদের সমস্যা সমাধান করেছি। শ্রমিকরা আজ থেকে কাজে ফিরেছেন, কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

    বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতিতে যান। মূলত, দাবি নিয়ে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেনি। তাই এমন ঘটনা ঘটছে। তবে মালিক পক্ষ দাবি নিয়ে শ্রমিকের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে।

    টঙ্গীতে আজও শ্রমিক বিক্ষোভ
    টঙ্গী‌তে ‌ঠিক সম‌য়ে বেতন ও ১৩ দফা দা‌বি‌ নি‌য়ে আজও বি‌ক্ষোভ চল‌ছে। গা‌র্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজ লি‌মি‌টেডের দুটি কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক কারখানার সাম‌নে বিক্ষোভ করছেন।

    আজ সোমবার সকাল ৮টা থে‌কে টঙ্গী পূর্ব থানার পেছ‌নে কে‌বিএম রো‌ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকরা। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এসে সেনাবা‌হি‌নীর সদস্যরা তাদের বুঝা‌নোর চেষ্টা কর‌ছেন।

    শ্রমিকরা জানান, গা‌র্মেন্টস এক্স‌পোর্ট ভি‌লেজ লি‌মি‌টেডে দুটি কারখানা আছে। এক‌টি মা টাওয়ারে আরেকটি আলম টাওয়ারে। এই দুই কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ ক‌রেন। কিন্তু আমরা আমাদের ন্যায্য কোন কিছুই পাচ্ছি না। আমরা ১৩ দফা দাবি জানিয়েছি। না হলে কাজে ফিরবো না।

    দাবিগুলো হলো- সব কর্মচা‌রী‌দের বেতন ৭ তা‌রি‌খের ম‌ধ্যে দি‌তে হ‌বে; সব শ্রমিকসহ সবার হা‌জিরা বোনাস এক হাজার টাকা কর‌তে হ‌বে; বেতন ১৫ শতাংশ বৃ‌দ্ধি কর‌তে হ‌বে; ১৮ দি‌নের ছু‌টির টাকা একস‌ঙ্গে দি‌তে হ‌বে; চাকরি ছাড়ার ১৫ দি‌নের ম‌ধ্যে সা‌র্ভিস বিল দি‌তে হ‌বে; ৬ মাস চাক‌রির মেয়াদ হ‌লেও ঈদ বোনাস দি‌তে হ‌বে। এই ছয় দাবিসহ ১৩ দফা দাবি জানান তারা।

    আন্দোলনরত শ্রমিক আমেনা বেগম ব‌লেন, আমরা আজও কর্মবির‌তি দিয়ে কারখানার সাম‌নে ব‌সে আছি। আমা‌দের ১৩ দফা দা‌বি আদায় না হওয়া পর্যন্ত কা‌জে যোগদান কর‌বে না।

    আমা‌দের দা‌বিগু‌লো যখনই উপস্থাপন করা হয় তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিক‌দের সঙ্গে খারাপ আচরণ ক‌রেন এবং চাক‌রিচ‌্যুত ক‌রে দেন। কোনো ছু‌টি চাই‌লে ছু‌টি পাওয়া যায় না। অসুস্থ‌্য হ‌য়ে পর‌লে স‌ঠিক চি‌কিৎসাসেবা পাওয়া যায় না।

    গাজীপুর শিল্প পু‌লি‌শের সি‌নিয়র সহকা‌রী পু‌লিশ সুপার মোশারফ হো‌সেন ব‌লেন, শ্রমিক‌দের দা‌বি দা‌ওয়া নি‌য়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আজও আলোচনা চল‌ছে।

    শ্রম মন্ত্রণালয়ের হেল্প লাইন চালু
    শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) শ্রমবিষয়ক যে কোনো অভিযোগ জানানোর জন্য সার্বক্ষণিক হেল্প লাইন (১৬৩৫৭) চালু রয়েছে। টোল ফ্রি এ সেবা সুবিধায় শ্রমিক অসন্তোষ-সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে দেশের শ্রম খাতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার স্বার্থে গতকাল এক বিজ্ঞপ্তিতে এ সেবার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

    আশুলিয়ায় র‌্যাবের গাড়ি ভাঙচুর, আহত ৩০

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৭৯ অসন্তোষ আশুলিয়ায় কারখানা ছুটি থামছে না পোশাক শ্রমিক সাভার
    Related Posts
    মির্জা ফখরুল

    “গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে” : মির্জা ফখরুল

    October 4, 2025
    নিষেধাজ্ঞা

    মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার

    October 4, 2025
    Atorrnny

    জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

    October 4, 2025
    সর্বশেষ খবর
    মির্জা ফখরুল

    “গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে” : মির্জা ফখরুল

    dead body

    Dead Body Found in Vacant North City Lot: Police Launch Investigation

    অন্তর্বর্তী সরকার

    ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ‘অক্ষম’ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার’

    এসি

    শীতের আগে এসির যত্ন নেওয়ার জরুরি টিপস

    ফোন হ্যাক

    ফোন হ্যাকের ৬টি স্পষ্ট লক্ষণ জানুন

    did ed gein kill his brother in real life

    Did Ed Gein Kill His Brother in Real Life?

    ভোট

    নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

    What is the fate of ophelia about

    What Is “The Fate of Ophelia” About? Taylor Swift’s Shakespeare-Inspired Song Explained

    Wood Taylor Swift meaning

    Wood Taylor Swift Meaning: Flirty Lyrics and a Winking Nod to Travis Kelce

    নিষেধাজ্ঞা

    মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.